Ajker Patrika

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

ঝালকাঠি প্রতিনিধি  
টি হায়দার সজীব। ছবি: সংগৃহীত
টি হায়দার সজীব। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে টি হায়দার সজীব বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকার কারণে জাতীয়তাবাদী যুবদল আমাকে বহিষ্কার করেছে। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক সংকট নিরসনের একটা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষই যুক্ত রয়েছেন। আমি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত নই। সেখানে যুক্ত থাকলে আমাকে বহিষ্কার করাটা স্বাভাবিক ছিল। কারণ একই ব্যক্তি দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে না। হয়তো কোনো মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে।’

টি হায়দার সজীব আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠ পর্যায়ে কাজ করেছি। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীব (মাথায় গামছা বাঁধা)। ছবি: সংগৃহীত
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীব (মাথায় গামছা বাঁধা)। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীবকে দল থেকে বহিষ্কার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত