ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টি হায়দার সজীব বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকার কারণে জাতীয়তাবাদী যুবদল আমাকে বহিষ্কার করেছে। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক সংকট নিরসনের একটা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষই যুক্ত রয়েছেন। আমি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত নই। সেখানে যুক্ত থাকলে আমাকে বহিষ্কার করাটা স্বাভাবিক ছিল। কারণ একই ব্যক্তি দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে না। হয়তো কোনো মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
টি হায়দার সজীব আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠ পর্যায়ে কাজ করেছি। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীবকে দল থেকে বহিষ্কার হয়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টি হায়দার সজীব বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকার কারণে জাতীয়তাবাদী যুবদল আমাকে বহিষ্কার করেছে। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক সংকট নিরসনের একটা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষই যুক্ত রয়েছেন। আমি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত নই। সেখানে যুক্ত থাকলে আমাকে বহিষ্কার করাটা স্বাভাবিক ছিল। কারণ একই ব্যক্তি দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে না। হয়তো কোনো মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
টি হায়দার সজীব আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঠ পর্যায়ে কাজ করেছি। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীবকে দল থেকে বহিষ্কার হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৯ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৪৩ মিনিট আগে