নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় গণ সমাবেশের আগে বাসের পর এবার তিন চাকার যানবাহনেও ধর্মঘট ডেকেছেন মালিকেরা। ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছেন তাঁরা। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার (৩০ অক্টোবর) রাতে এ ধর্মঘট ডাক দিয়েছেন তিন চাকার যানবাহনের মালিকেরা।
বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বরিশাল বাস মালিক গ্রুপ।
বিএনপি দাবি করেছে, আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে। ক্ষমতাসীন দলের প্ররোচনায় এই অপকৌশল নেওয়া হয়েছে।
তিন চাকার যানবাহন মালিক ও চালকদের কাছে থ্রি হুইলার মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক জরুরি নোটিশে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘চট্টগ্রাম, ময়মনসিংহ খুলনা এবং রংপুরেও এমন করা হয়েছিল। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বরিশালে মানুষের ঢল নামবে।’
তবে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিকদের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। এ দাবিতে অনেক আগে থেকেই আমরা আন্দোলন করে আসছি।’
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘বিএনপির সমাবেশ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’
এর আগে বিএনপির ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় গণসমাবেশের আগে ও সমাবেশের দিন মহাসড়কে ‘অবৈধ’ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বরিশালে বিএনপির বিভাগীয় গণ সমাবেশের আগে বাসের পর এবার তিন চাকার যানবাহনেও ধর্মঘট ডেকেছেন মালিকেরা। ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছেন তাঁরা। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার (৩০ অক্টোবর) রাতে এ ধর্মঘট ডাক দিয়েছেন তিন চাকার যানবাহনের মালিকেরা।
বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বরিশাল বাস মালিক গ্রুপ।
বিএনপি দাবি করেছে, আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে। ক্ষমতাসীন দলের প্ররোচনায় এই অপকৌশল নেওয়া হয়েছে।
তিন চাকার যানবাহন মালিক ও চালকদের কাছে থ্রি হুইলার মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক জরুরি নোটিশে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘চট্টগ্রাম, ময়মনসিংহ খুলনা এবং রংপুরেও এমন করা হয়েছিল। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বরিশালে মানুষের ঢল নামবে।’
তবে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিকদের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। এ দাবিতে অনেক আগে থেকেই আমরা আন্দোলন করে আসছি।’
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘বিএনপির সমাবেশ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’
এর আগে বিএনপির ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় গণসমাবেশের আগে ও সমাবেশের দিন মহাসড়কে ‘অবৈধ’ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪০ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে