নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।

বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৩ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে