নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।

বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে