ভোলা প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত আজকের পত্রিকাকে জানান, তাঁর নেতৃত্বে র্যাব-৮-এর একটি দল গতকাল রাতে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোশারফ পেশায় একজন অটোরিকশাচালক। এর আড়ালে তিনি ঢাকার মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। পাশাপাশি তিনি মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক কারবারে তিনি জড়িত। র্যাব-৮ জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত আজকের পত্রিকাকে জানান, তাঁর নেতৃত্বে র্যাব-৮-এর একটি দল গতকাল রাতে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোশারফ পেশায় একজন অটোরিকশাচালক। এর আড়ালে তিনি ঢাকার মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। পাশাপাশি তিনি মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি। কিন্তু মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক কারবারে তিনি জড়িত। র্যাব-৮ জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৪ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে