Ajker Patrika

গজারিয়া নদীতে ভেসে উঠল দুই বোনের লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৩ জুন ২০২৫, ২৩: ০৬
দুই বোনের লাশ আজ শুক্রবার নদী থেকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
দুই বোনের লাশ আজ শুক্রবার নদী থেকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে নিখোঁজের দুই দিন পর দুই বোনের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে লাশ দুটি নদীতে ভেসে উঠলে নৌ পুলিশ তা উদ্ধার করে।

দুই বোন হলো জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) ও ঢাকার গেন্ডারিয়া এলাকার জসিম ব্যাপারীর মেয়ে জান্নাত (১৩)। রাইসা ও জান্নাত সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। গত বুধবার দুপুরে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। স্রোতের টানে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, গ্রামে নানাবাড়িতে ঈদ করতে পরিবারের সঙ্গে জান্নাত জয়নগরে এসেছিল। গত বুধবার দুপুরে জান্নাত ও রাইসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গজারিয়া নদীর রহমানের হাট খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে দুজন হারিয়ে যায়।

গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। তবে তাদের পাওয়া যায়নি। আজ সকালে দুজনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা লাশ দুটির পরিচয় নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ মো. এনামুল হক দুই কিশোরীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি; যে কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত