নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মারধরের শিকার সেলিম হোসেন উপজেলায় জলাবাড়ী ইউপির সদস্য। অভিযুক্ত ঠিকাদার মো. খলিলুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।
ইউপি সদস্য সেলিম অভিযোগে উল্লেখ করেন, তিনি সোমবার সন্ধ্যার পরে বাজারের নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একদল যুবক এসে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে মারধর করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের অভিযোগ, আক্রমণকারীরা সবাই খলিলুর রহমানের পালিত সন্ত্রাসী। তবে কী কারণে তাঁকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না।
অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুর জেলা পরিষদ থেকে গ্রামের প্লেন মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। সেই টাকা ইউপি সদস্য সেলিম দিচ্ছিলেন না। একপর্যায়ে ওই টাকা থেকে ৩০ হাজার টাকা মসজিদে দিয়েছেন। বাকি টাকা কোনোভাবে দিতে রাজি হননি। এরই ধারাবাহিকতায় এলাকার লোকজন মসজিদের পাওনা টাকা সেলিমের কাছে চাইতে গিয়েছিল। এতে একটু হাতাহাতি হয়েছে। তবে সেলিমের অভিযোগ মিথ্যা।’
নেছরাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিরোজপুরের নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মারধরের শিকার সেলিম হোসেন উপজেলায় জলাবাড়ী ইউপির সদস্য। অভিযুক্ত ঠিকাদার মো. খলিলুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।
ইউপি সদস্য সেলিম অভিযোগে উল্লেখ করেন, তিনি সোমবার সন্ধ্যার পরে বাজারের নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একদল যুবক এসে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে মারধর করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের অভিযোগ, আক্রমণকারীরা সবাই খলিলুর রহমানের পালিত সন্ত্রাসী। তবে কী কারণে তাঁকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না।
অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুর জেলা পরিষদ থেকে গ্রামের প্লেন মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। সেই টাকা ইউপি সদস্য সেলিম দিচ্ছিলেন না। একপর্যায়ে ওই টাকা থেকে ৩০ হাজার টাকা মসজিদে দিয়েছেন। বাকি টাকা কোনোভাবে দিতে রাজি হননি। এরই ধারাবাহিকতায় এলাকার লোকজন মসজিদের পাওনা টাকা সেলিমের কাছে চাইতে গিয়েছিল। এতে একটু হাতাহাতি হয়েছে। তবে সেলিমের অভিযোগ মিথ্যা।’
নেছরাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে