বরিশাল ও গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভায় আজ বুধবার মেয়র পদে উপনির্বাচনে উৎকোচ নেওয়ার অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আটক করার পর তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল জেলা সিনিয়র (অতিরিক্ত) নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী এক মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী কিছু লোক নিয়ে কেন্দ্রে এসে আমাকে টাকার একটি প্যাকেট দেন। কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরে প্যাকেটটি সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র বলেন, ‘আমরা কোনো টাকা নিইনি। প্রিসাইডিং অফিসার নিয়েছেন।’
সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনও একই দাবি করেন।
এদিকে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ নম্বর বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম একটি প্রতীকে ভোট দিলে বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁকেও আটক করা হয়।
গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশালের গৌরনদী পৌরসভায় আজ বুধবার মেয়র পদে উপনির্বাচনে উৎকোচ নেওয়ার অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আটক করার পর তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল জেলা সিনিয়র (অতিরিক্ত) নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী এক মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী কিছু লোক নিয়ে কেন্দ্রে এসে আমাকে টাকার একটি প্যাকেট দেন। কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরে প্যাকেটটি সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র বলেন, ‘আমরা কোনো টাকা নিইনি। প্রিসাইডিং অফিসার নিয়েছেন।’
সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনও একই দাবি করেন।
এদিকে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ নম্বর বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম একটি প্রতীকে ভোট দিলে বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁকেও আটক করা হয়।
গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে