
নারীদের জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। পটুয়াখালীর মির্জাগঞ্জে এইচপিভি টিকা নেওয়ার পর দুই দিনে দুই মাধ্যমিক বিদ্যালয়ের ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই ছাত্রীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েছে।
আজ মঙ্গল ও গত রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও মনোয়ারখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে।
ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বৃষ্টি আক্তার এবং নবম শ্রেণির শাহানাজ আক্তার, জান্নাতুল, সুরাইয়া, সাথী, সাইফা ও লামিয়া আক্তারসহ সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। একদিন আগে মনোহারখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মোসা. জান্নাতুল ইসলাম, মিম আক্তার, আসমা আক্তার, নাজমা আক্তার ও শাহনাজ আক্তার অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মাথা ঘোরাসহ হাত-পা কাঁপে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, রোববার মনোহারখালি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ও মঙ্গলবার ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হয়। এতে দুই প্রতিষ্ঠানের ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্রীদের টিকা দিতে আসে। অষ্টম ও নবম শ্রেণিতে টিকা দেওয়ার পরই ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা তেন মং আজকের পত্রিকাকে বলেন, টিকা দেওয়ার পরে ভয়ভীতির কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। কাউন্সেলিং এর মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে