Ajker Patrika

আগৈলঝাড়ায় ভাতিজার কোপে রক্তাক্ত চাচা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালাম গোমস্তা (৫৫) নামের এক ব্যক্তিকে তাঁর ভাতিজা রায়হান গোমস্তা কুপিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশালে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তার সঙ্গে জমি নিয়ে ভাই শামীম গোমস্তার বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে গতকাল রাতে সালাম গোমস্তাকে বাড়িতে একা পেয়ে শামীম গোমস্তার মাদকাসক্ত ছেলে রায়হান গোমস্তা চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা গতকাল রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত