বরগুনার আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার বিরুদ্ধে ঘুষের টাকা নিয়ে বিভিন্ন শিক্ষককে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার অর্ধশতাধিক শিক্ষক উপজেলা প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ দেওয়া শিক্ষকেরা জানান, ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ৯ জন প্রিসাইডিং, ৫৯ জন সহকারী প্রিসাইডিং ও ১১৮ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা টাকার বিনিময়ে এসব পদে বিভিন্ন অনভিজ্ঞ শিক্ষককে নিয়োগ দিয়েছেন। যারা টাকা দেননি তাঁদের নিয়োগ দেননি তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা টাকার বিনিময়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়েছেন বলে দাবি করেছেন কুকুয়া গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আলম। তিনি বলেন, ‘আমি তিন শিক্ষকের ঘুষের টাকা নির্বাচন কর্মকর্তার কাছে দিয়েছি। তাঁরা তিনজনই এই নির্বাচনে নিয়োগ পেয়েছেন।’
আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান খান জাকির বলেন, ‘নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা আমার কাছে টাকা দাবি করেছেন। টাকা দেইনি। তাই তিনি আমাকে নির্বাচনের দায়িত্ব দেননি।’
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আমতলী শাখার সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘টাকা ছাড়া নির্বাচন কর্মকর্তা কাউকে নির্বাচনী কাজের দায়িত্ব দেননি। টাকা নিয়ে অনভিজ্ঞ শিক্ষকদের তিনি দায়িত্ব দিয়েছেন।’ একই সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান বলেন, ‘টাকা নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনভিজ্ঞ শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়েছেন।’
এ দিকে ঘুষ নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করেছেন আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, ‘যারা নির্বাচনের দায়িত্ব পাননি তাঁরাই আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আমার কাছে শিক্ষকেরা মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি শিক্ষকদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে