Ajker Patrika

পাথরঘাটায় সাপের ছোবলে ওঝার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
আপডেট : ১০ জুন ২০২৫, ২২: ০৪
সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত
সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সাপের ছোবলে লাল চান কর্মকার (৪৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে সাপ ধরতে গেলে তাঁর বাম হাতে গোখরা সাপ ছোবল দেয়।

লাল চান কর্মকার একই এলাকার জগেন্দ্রনাথ কর্মকারের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখাতেন।  

ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে শুনতে পান একটি সাপের কথা। ঘটনা শুনে সাপুড়ে লাল চান কর্মকার সাপটি ধরার জন্য ছুটে যান। সাপটি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই তাঁর হাতে ছোবল দেয়। তখনই তিনি তাঁর পাশে থাকা লোকদের বলেন, ‘এই বুঝি আমার শেষ!’ এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল গিয়ে সাপের ভ্যাকসিন দেওয়ার আধা ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সাপুড়ে লাল চান কর্মকারের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তন করায় জাতিসংঘের উদ্বেগ

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত