প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের সরকারি মুঠোফোন থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের নম্বরে ফোন করে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে ইউএনও বলছেন, অন্য কেউ নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে।
জানা যায়, ইউএনওর নম্বর থেকে আসা ফোনকলের কণ্ঠের সঙ্গে ইউএনওর কণ্ঠের ভিন্নতা থাকায় চেয়ারম্যান জয়নাল আবেদীনের সন্দেহ হয়। বিষয়টি যাচাই করতে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনওর অফিসের প্রশাসনিক কর্মকর্তা অনিতা গাইনকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে তাঁর নম্বরে একটি ফোন আসে। ওপার থেকে ইউএনও পরিচয়ে জরুরি প্রয়োজনে ৫ হাজার টাকা চাওয়া হয়। ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় পরে ইউএনওর নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে ইউএনও জানান, তিনি কোনো ফোন করেননি এবং টাকাও দাবি করেননি।
ইউএনও আমীনুল ইসলাম বলেন, 'আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য এবং কোনোভাবেই প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, 'কোন প্রতারক চক্র এটি করতে পারে। ইউএনও'র পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের সরকারি মুঠোফোন থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের নম্বরে ফোন করে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে ইউএনও বলছেন, অন্য কেউ নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে।
জানা যায়, ইউএনওর নম্বর থেকে আসা ফোনকলের কণ্ঠের সঙ্গে ইউএনওর কণ্ঠের ভিন্নতা থাকায় চেয়ারম্যান জয়নাল আবেদীনের সন্দেহ হয়। বিষয়টি যাচাই করতে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনওর অফিসের প্রশাসনিক কর্মকর্তা অনিতা গাইনকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে তাঁর নম্বরে একটি ফোন আসে। ওপার থেকে ইউএনও পরিচয়ে জরুরি প্রয়োজনে ৫ হাজার টাকা চাওয়া হয়। ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় পরে ইউএনওর নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে ইউএনও জানান, তিনি কোনো ফোন করেননি এবং টাকাও দাবি করেননি।
ইউএনও আমীনুল ইসলাম বলেন, 'আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য এবং কোনোভাবেই প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, 'কোন প্রতারক চক্র এটি করতে পারে। ইউএনও'র পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৩০ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে