Ajker Patrika

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, প্রয়াত মেয়র কামালের মেয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ মে ২০২৪, ২২: ৫৮
দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, প্রয়াত মেয়র কামালের মেয়ের বিরুদ্ধে মামলা

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রয়াত মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বরিশাল দুদকের সহকারী পরিচালক আব্দুল কাইউম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে গত বছরের ৪ জুলাই মালিহার কাছে তথ্য চায় দুদক। তিনি স্থাবর-অস্থাবর ১ কোটি ৮৪ হাজার ৩৩ হাজার ১৭ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন।

পরে দুদক জানাতে পারে, তাঁর ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৫৬২ টাকার সম্পদ রয়েছে। এতে আরও বলা রয়েছে, সাবরিনের ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৮০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত