বরগুনার বেতাগী উপজেলায় জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ধলু মৃধা (৬০)। তিনি ওই এলাকার মৃত মোজাফফর মৃধার ছেলে। সংঘর্ষে নিহত ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) আহত হয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তাঁর চাচাশ্বশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে রফিক মল্লিক তাঁর লোকজন নিয়ে সকালে জমি পরিমাপ করতে আসেন। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক তাঁর লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তাঁর ছেলেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ধলু মৃধাকে বেতাগী হাসপাতালে নেওয়ার পরে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়।
বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে