নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।
বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।
এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার (২০২২) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই গত বছরের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
গত বছর (২০২১) পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৯ হাজার ৯৭১। প্রাণঘাতী করোনার পর এইচএসসির ফলাফলে এমন অবনতি হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন আজকের পত্রিকাকে বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডে পাসের হারে তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত বছর করোনাকালীন বিভাগভিত্তিক তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এ বছর মোট ১০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। ছাত্র ৩০ হাজার ৩২২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। আর ৩১ হাজার ৫৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২১৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।
বিভাগভিত্তিক তিন শাখার মধ্যে পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৬ দশমিক ১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৭ শতাংশ।
এ ব্যাপারে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে পাসের হার ও জিপিএ-৫ অনেক বেশি পেয়েছে। ওই শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি আবেদন করতে পারেন না। করোনাকালে বেশি সুযোগ দেওয়ায় পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। তিনি বলেন, বরিশালে মনিটরিং না থাকায় শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।
১৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ নিয়ে পঞ্চগড়ে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে