বরগুনা ও আমতলী প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমতলী উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের অননুমোদিত সভার কার্যক্রম বন্ধ করে দেন।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সকাল ১০ টায় পৌর শহরের আব্দুল্লাহ মার্কেটে সভা শুরু হয়। দলীয় সভা হলেও সভা স্থানে ছয়টি মাইক ব্যবহার করা হয়। এছাড়াও সভা সফল করতে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধাসহ অন্যদের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে হাজারো লোক মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন তাদের তালিকা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী থাকবে না, অন্যান্য প্রার্থীদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিতিতেই তিনি এমন বক্তব্য দেন।
বর্ধিত সভার নামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণা সভা ও উসকানিমূলক বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের মৌখিক অভিযোগ করেন।
অননুমোদিত সভা করে জনসমাগম ও আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ সভাস্থালে উপস্থিত হন। তার নির্দেশে আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বর্ধিত সভার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের সভাস্থলে উপস্থিত হয়ে কার্যক্রম বন্ধ করে দেন। পরে সংক্ষিপ্ত পরিসরে মাইক বাদ দিয় তরিঘরি করে সভা শেষ করা হয়। এ ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এতে মতিয়ার রহমানের বিরুদ্ধে ‘১৮ তারিখের পরে কোনো স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকবে না, যদি থাকে তাদের পিটিয়ে নির্বাচনী মাঠ থেকে বিতারিত করা হবে, এমনকি কোনো এজেন্টও দিতে পারবে না’ এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শাস্তির দাবি জানানো হয়।
স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য গোলাম সরোয়ার ফোরকান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার নামে আচরণবিধি লঙ্ঘন করছে। দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে সভামঞ্চে এসেছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘আচরণবিধিতে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছেন না। অনেক মাইক ব্যবহার করে বর্ধিত সভা করেছেন। ওই সভায় মেয়র মতিয়ার রহমান স্বতন্ত্র প্রার্থী থাকবে না বলে হুমকি দেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন।’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ‘বিশেষ বর্ধিত সভা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সভা ছিল। ওই সভায় প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়নি বা আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কার্যক্রম করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘উপজেলা প্রশাসন আমাদের মাইক ব্যবহার বন্ধ করতে ও জন সমাগম কমাতে বলেছেন। আমরা প্রশাসনের নির্দেশ মত মাইক বন্ধ করেছি।’ পরবর্তীতে সংক্ষিপ্ত পরিসরে সভার কার্যক্রম শেষ করেছি।
আমতলী উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘অননুমোদিত নির্বাচনী সভায় জনসমাগম, আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’
নির্বাচনী অনুসন্ধান কমিটির ১০৯ বরগুনা-১, চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের কারনে উপজেলা প্রশাসনকে সভার কার্যক্রম বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমতলী উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের অননুমোদিত সভার কার্যক্রম বন্ধ করে দেন।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সকাল ১০ টায় পৌর শহরের আব্দুল্লাহ মার্কেটে সভা শুরু হয়। দলীয় সভা হলেও সভা স্থানে ছয়টি মাইক ব্যবহার করা হয়। এছাড়াও সভা সফল করতে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধাসহ অন্যদের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে হাজারো লোক মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন তাদের তালিকা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী থাকবে না, অন্যান্য প্রার্থীদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিতিতেই তিনি এমন বক্তব্য দেন।
বর্ধিত সভার নামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণা সভা ও উসকানিমূলক বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের মৌখিক অভিযোগ করেন।
অননুমোদিত সভা করে জনসমাগম ও আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ সভাস্থালে উপস্থিত হন। তার নির্দেশে আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বর্ধিত সভার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের সভাস্থলে উপস্থিত হয়ে কার্যক্রম বন্ধ করে দেন। পরে সংক্ষিপ্ত পরিসরে মাইক বাদ দিয় তরিঘরি করে সভা শেষ করা হয়। এ ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এতে মতিয়ার রহমানের বিরুদ্ধে ‘১৮ তারিখের পরে কোনো স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকবে না, যদি থাকে তাদের পিটিয়ে নির্বাচনী মাঠ থেকে বিতারিত করা হবে, এমনকি কোনো এজেন্টও দিতে পারবে না’ এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শাস্তির দাবি জানানো হয়।
স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য গোলাম সরোয়ার ফোরকান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার নামে আচরণবিধি লঙ্ঘন করছে। দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে সভামঞ্চে এসেছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘আচরণবিধিতে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছেন না। অনেক মাইক ব্যবহার করে বর্ধিত সভা করেছেন। ওই সভায় মেয়র মতিয়ার রহমান স্বতন্ত্র প্রার্থী থাকবে না বলে হুমকি দেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন।’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ‘বিশেষ বর্ধিত সভা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সভা ছিল। ওই সভায় প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়নি বা আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কার্যক্রম করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘উপজেলা প্রশাসন আমাদের মাইক ব্যবহার বন্ধ করতে ও জন সমাগম কমাতে বলেছেন। আমরা প্রশাসনের নির্দেশ মত মাইক বন্ধ করেছি।’ পরবর্তীতে সংক্ষিপ্ত পরিসরে সভার কার্যক্রম শেষ করেছি।
আমতলী উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘অননুমোদিত নির্বাচনী সভায় জনসমাগম, আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় সভার কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’
নির্বাচনী অনুসন্ধান কমিটির ১০৯ বরগুনা-১, চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আহম্মদ সাইদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের কারনে উপজেলা প্রশাসনকে সভার কার্যক্রম বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৪ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২২ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে