নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কোপানোর পর গুলি করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উভয় পক্ষের মোট চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাটাজোরে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ অবরুদ্ধ করে অ্যাম্বুলেন্স বের হতেও বাধা দেয় বলে জানা গেছে। এসব ঘটনার জন্য বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ অনুসারীদের দায়ী করেছেন প্রতিপক্ষরা।
আহতরা হলেন—মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু, আওয়ামী লীগ কর্মী পলাশ এবং হাসানাতপন্থী আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু। অপরদিকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে পিকলুর ভাই পিন্টু ও পিকলুর অনুসারী ইউপি সদস্য মামুনকে প্রতিপক্ষরা বেদম মারধর করেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিকলু ও পলাশকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
সরেজমিনে জানা গেছে, বঙ্গবন্ধুর ভাগনে হাসানাত আবদুল্লাহ নিজের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় একক নিয়ন্ত্রক। তাঁর সিদ্ধান্তে পৌর মেয়র থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন গৌরনদীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ।
হাসানাত বিরোধীদের অভিযোগ, হাসানাতের সকল আদেশ-নির্দেশ হারিছ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। হারিছ এলাকাতে দানব রূপ নিয়েছেন। তাই হারিছের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রার্থী হয়েছেন হারিছের ভাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মণির হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরুন নাহার মেরী। কয়েক দিন যাবৎ তাঁরা একত্রে প্রচার চালাচ্ছেন। শেষ মুহূর্তে তাঁরা প্রার্থী হয়ে হারিছের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন। তাঁদের এসব উদ্যোগের সঙ্গী ছিলেন ইউপি চেয়ারম্যান পিকলু। এ নিয়ে গৌরনদী উপজেলায় কয়েক দিন যাবৎ উত্তেজনা চলছিল।
হারিছের ভাই হাবিবুর রহমান জানান, পিকলু সঙ্গীদের নিয়ে বাটাজোরে একটি জানাজায় যাচ্ছিলেন। পথে হারিছ বাহিনী পিকলুর ওপর হামলা করেছে। পিকলুকে হত্যার উদ্দেশ্যে কোপানোর পর গুলি করা হয়েছে। গৌরনদী হাসপাতালে নেওয়ার পর হারিছ বাহিনী হাসপাতাল অবরুদ্ধ করে রাখে। ফলে বরিশালে শেবাচিম হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পর বের হতে পারেনি। পরে পুলিশ এসে অ্যাম্বুলেন্স বের হতে সহায়তা করে।
পিকলুর স্ত্রী বিপাশা গুহ জানান, পিকলুকে বিরোধীপক্ষের প্রধান শক্তি মনে করছেন হারিছ। পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হারিছের পেছনে বড় একজন শক্তি কাজ করছেন।
অভিযোগের বিষয়ে হারিছ বলেন, ‘বাটাজোর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে হত্যার উদ্দেশ্যে পিকলু গুলি করেছে। এতে জনতা ক্ষুব্ধ হয়ে পিকলুকে আটক করে। তখন জনতা কিছু উত্তম-মাধ্যম দিয়েছে বলে শুনেছি।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাটাজোরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে চারজন আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ মে গৌরনদী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কোপানোর পর গুলি করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উভয় পক্ষের মোট চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাটাজোরে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ অবরুদ্ধ করে অ্যাম্বুলেন্স বের হতেও বাধা দেয় বলে জানা গেছে। এসব ঘটনার জন্য বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ অনুসারীদের দায়ী করেছেন প্রতিপক্ষরা।
আহতরা হলেন—মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু, আওয়ামী লীগ কর্মী পলাশ এবং হাসানাতপন্থী আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু। অপরদিকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে পিকলুর ভাই পিন্টু ও পিকলুর অনুসারী ইউপি সদস্য মামুনকে প্রতিপক্ষরা বেদম মারধর করেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিকলু ও পলাশকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
সরেজমিনে জানা গেছে, বঙ্গবন্ধুর ভাগনে হাসানাত আবদুল্লাহ নিজের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় একক নিয়ন্ত্রক। তাঁর সিদ্ধান্তে পৌর মেয়র থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন গৌরনদীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ।
হাসানাত বিরোধীদের অভিযোগ, হাসানাতের সকল আদেশ-নির্দেশ হারিছ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। হারিছ এলাকাতে দানব রূপ নিয়েছেন। তাই হারিছের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রার্থী হয়েছেন হারিছের ভাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মণির হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরুন নাহার মেরী। কয়েক দিন যাবৎ তাঁরা একত্রে প্রচার চালাচ্ছেন। শেষ মুহূর্তে তাঁরা প্রার্থী হয়ে হারিছের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন। তাঁদের এসব উদ্যোগের সঙ্গী ছিলেন ইউপি চেয়ারম্যান পিকলু। এ নিয়ে গৌরনদী উপজেলায় কয়েক দিন যাবৎ উত্তেজনা চলছিল।
হারিছের ভাই হাবিবুর রহমান জানান, পিকলু সঙ্গীদের নিয়ে বাটাজোরে একটি জানাজায় যাচ্ছিলেন। পথে হারিছ বাহিনী পিকলুর ওপর হামলা করেছে। পিকলুকে হত্যার উদ্দেশ্যে কোপানোর পর গুলি করা হয়েছে। গৌরনদী হাসপাতালে নেওয়ার পর হারিছ বাহিনী হাসপাতাল অবরুদ্ধ করে রাখে। ফলে বরিশালে শেবাচিম হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পর বের হতে পারেনি। পরে পুলিশ এসে অ্যাম্বুলেন্স বের হতে সহায়তা করে।
পিকলুর স্ত্রী বিপাশা গুহ জানান, পিকলুকে বিরোধীপক্ষের প্রধান শক্তি মনে করছেন হারিছ। পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হারিছের পেছনে বড় একজন শক্তি কাজ করছেন।
অভিযোগের বিষয়ে হারিছ বলেন, ‘বাটাজোর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে হত্যার উদ্দেশ্যে পিকলু গুলি করেছে। এতে জনতা ক্ষুব্ধ হয়ে পিকলুকে আটক করে। তখন জনতা কিছু উত্তম-মাধ্যম দিয়েছে বলে শুনেছি।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাটাজোরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে চারজন আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ মে গৌরনদী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে