বাগেরহাট ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মাসোহারার টাকা না দেওয়ায় এক জেলেকে গুলি করার অভিযোগ উঠেছে বন বিভাগের টহল দল ‘স্মার্ট বাহিনী’র বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদসংলগ্ন কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলে জয়নাল মাঝির (৩০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
আহত জয়নাল আজকের পত্রিকাকে জানান, বলেশ্বর নদসংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। চলতি মাসের টাকা না দেওয়ায় স্মার্ট বাহিনীর দল তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাতাড়ি গুলি করলে তাঁর ডান হাতে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনার পাথরঘাটা এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়াও ওই ট্রলারের বাকিরা আহত হন। তারা শিকারি নন, জেলে। সবাই মাছ ধরতে সুন্দরবনে গিয়েছিলেন। বন বিভাগকে হাত করে (ম্যানেজ) না যাওয়ায় ওই ঘটনা ঘটে।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। জলদস্যুরা আক্রমণ করেছে বলে তিনি আমাদের জানান। আহত ব্যক্তির ডান হাতের কনুইয়ের ওপর (বাহুতে) গুলি লেগে বেরিয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি। হাতের ক্ষত বেশ গুরুতর। পরে তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন এলাকায় মাছ ধরতে হলে স্মার্ট বাহিনীকে টাকা দিতে হয়। টাকা না দিলে জেলেদের ট্রলার আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি আমি জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।’
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি খালে টহলকালে একটি ট্রলার দেখতে পায় স্মার্ট টহল দল। ট্রলারটিতে পাঁচ-সাতজন ছিল। ট্রলারটিকে থামাতে নির্দেশ দিলে তারা পানিতে কিছু ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বনরক্ষীরা তাদের থামাতে ফাঁকা গুলি ছোড়ে।
শেখ মাহবুব হাসান আরও বলেন, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ জাল এবং বনে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলে দেয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরগুনার পাথরঘাটায় মাসোহারার টাকা না দেওয়ায় এক জেলেকে গুলি করার অভিযোগ উঠেছে বন বিভাগের টহল দল ‘স্মার্ট বাহিনী’র বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদসংলগ্ন কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলে জয়নাল মাঝির (৩০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
আহত জয়নাল আজকের পত্রিকাকে জানান, বলেশ্বর নদসংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। চলতি মাসের টাকা না দেওয়ায় স্মার্ট বাহিনীর দল তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাতাড়ি গুলি করলে তাঁর ডান হাতে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনার পাথরঘাটা এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়াও ওই ট্রলারের বাকিরা আহত হন। তারা শিকারি নন, জেলে। সবাই মাছ ধরতে সুন্দরবনে গিয়েছিলেন। বন বিভাগকে হাত করে (ম্যানেজ) না যাওয়ায় ওই ঘটনা ঘটে।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। জলদস্যুরা আক্রমণ করেছে বলে তিনি আমাদের জানান। আহত ব্যক্তির ডান হাতের কনুইয়ের ওপর (বাহুতে) গুলি লেগে বেরিয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি। হাতের ক্ষত বেশ গুরুতর। পরে তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন এলাকায় মাছ ধরতে হলে স্মার্ট বাহিনীকে টাকা দিতে হয়। টাকা না দিলে জেলেদের ট্রলার আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি আমি জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।’
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি খালে টহলকালে একটি ট্রলার দেখতে পায় স্মার্ট টহল দল। ট্রলারটিতে পাঁচ-সাতজন ছিল। ট্রলারটিকে থামাতে নির্দেশ দিলে তারা পানিতে কিছু ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বনরক্ষীরা তাদের থামাতে ফাঁকা গুলি ছোড়ে।
শেখ মাহবুব হাসান আরও বলেন, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ জাল এবং বনে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলে দেয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে