বরগুনা প্রতিনিধি

একপাশে বাঁধানো মায়ের কবর। মায়ের বাঁ পাশে সদ্য সমাহিত করা হয়েছে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগকে। কবরের মাটি এখনো শুকায়নি। স্বামীর শোকে সেই কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছেন স্ত্রী লাকী আক্তার। বারবার মূর্ছা যাচ্ছেন, আবার প্রলাপ বকছেন। এ যেন হৃদয়স্পর্শী শোকের মাতম। স্বামীর কবরকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে যাওয়া কণ্ঠে লাকী আক্তার বলেন, ‘আমার স্বামীরে মারতাছে, আর হাজার হাজার লোক চেয়ে চেয়ে দেখল। কেউ এসে একবারও ওই উন্মাদ খুনিদের থামাইল না। সে একটা সুন্দর পাঞ্জাবি পইরা বের হইছিল। কী সুন্দর দেখাচ্ছিল তাকে। ওই পাঞ্জাবিটাও ওরা খুলে নিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেও ওরা আমার স্বামীর বুকের ওপর ওঠে নৃত্য করেছে। আমি এখন কী নিয়ে বাঁচব? দুইটা অবুঝ শিশু, ওদের কীভাবে মানুষ করব।’
এমন সময় ছুটতে ছুটতে সোহাগের কবরের কাছে চলে আসেন তাঁর বড় বোন ফাতেমা বেগম। একমাত্র ভাইকে হারিয়ে তিনিও পাগলপ্রায়। তিনিও ভাই হারানোর শোকে বিহ্বল হয়ে বারবার কবরের কাদামাটিতে মূর্ছা খেয়ে প্রলাপ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই বোনের একটা ছোট ভাই। কী সুন্দর নূরআনি চেহারা। সবার ভাই থাকবে, আর আমার ভাইকে আর দেখমু না। আল্লাহ আমার ভাইরে যারা মারছে, হের বিচার করো।’
গতকাল শুক্রবার সকাল ১০টায় বরগুনার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাদলগাছিয়া গ্রামে মামার বাড়িতে মায়ের কবরের পাশে সমাহিত করা হন সোহাগকে।
এর আগে ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় ৩ নম্বর গেটে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সোহাগকে।
এই হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদ হয়েছে নিজ জেলা বরগুনায়ও।

একপাশে বাঁধানো মায়ের কবর। মায়ের বাঁ পাশে সদ্য সমাহিত করা হয়েছে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগকে। কবরের মাটি এখনো শুকায়নি। স্বামীর শোকে সেই কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছেন স্ত্রী লাকী আক্তার। বারবার মূর্ছা যাচ্ছেন, আবার প্রলাপ বকছেন। এ যেন হৃদয়স্পর্শী শোকের মাতম। স্বামীর কবরকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে যাওয়া কণ্ঠে লাকী আক্তার বলেন, ‘আমার স্বামীরে মারতাছে, আর হাজার হাজার লোক চেয়ে চেয়ে দেখল। কেউ এসে একবারও ওই উন্মাদ খুনিদের থামাইল না। সে একটা সুন্দর পাঞ্জাবি পইরা বের হইছিল। কী সুন্দর দেখাচ্ছিল তাকে। ওই পাঞ্জাবিটাও ওরা খুলে নিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেও ওরা আমার স্বামীর বুকের ওপর ওঠে নৃত্য করেছে। আমি এখন কী নিয়ে বাঁচব? দুইটা অবুঝ শিশু, ওদের কীভাবে মানুষ করব।’
এমন সময় ছুটতে ছুটতে সোহাগের কবরের কাছে চলে আসেন তাঁর বড় বোন ফাতেমা বেগম। একমাত্র ভাইকে হারিয়ে তিনিও পাগলপ্রায়। তিনিও ভাই হারানোর শোকে বিহ্বল হয়ে বারবার কবরের কাদামাটিতে মূর্ছা খেয়ে প্রলাপ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই বোনের একটা ছোট ভাই। কী সুন্দর নূরআনি চেহারা। সবার ভাই থাকবে, আর আমার ভাইকে আর দেখমু না। আল্লাহ আমার ভাইরে যারা মারছে, হের বিচার করো।’
গতকাল শুক্রবার সকাল ১০টায় বরগুনার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাদলগাছিয়া গ্রামে মামার বাড়িতে মায়ের কবরের পাশে সমাহিত করা হন সোহাগকে।
এর আগে ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় ৩ নম্বর গেটে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সোহাগকে।
এই হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদ হয়েছে নিজ জেলা বরগুনায়ও।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪১ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে