
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনের ব্যর্থতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাঁদের চারটি দাবি পূরণে দুই দিনের আলটিমেটাম দেন উপাচার্যকে।
উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে, উপাচার্যের সঙ্গে উপ–উপাচার্যের বিদ্বেষের কারণে শিক্ষক নিয়োগ বোর্ড গঠন না হওয়ায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অবৈধভাবে পদে থাকা রেজিস্ট্রার এখনও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করছেন, উপাচার্য অবৈধভাবে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, ঢাকায় লিয়াজোঁ অফিস স্থাপন ইউজিসি আইনের সুস্পস্ট লঙ্ঘন, উপাচার্য জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করায় বৈষম্য দিন দিন বাড়ছে ইত্যাদি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আজ দোসরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। উপাচার্যকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি আপনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সম্মান না করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে সসম্মানে বিদায় নিন। আমরা স্পস্ট করে জানাতে চাই, আগামী দুই দিনের মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবিগুলো (৪ দফা) মেনে নেওয়া না হয়, তাহলে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ এমন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে, যা এই স্বৈরাচারী প্রশাসনকে কাঁপিয়ে দেবে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করা, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মচারীকে অপসারণ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ ও আওয়ামী দোসরদের পুনর্বাসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শিক্ষার্থী আব্দুর রহিম, রাকিন খান, মো. জাহাঙ্গীর।
এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
৩ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩১ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৭ মিনিট আগে