বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু। গতকাল মঙ্গলবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অর্ধশতাধিক লোক নিয়ে তালহা তাজবিনের নেতৃত্বে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নুর পক্ষে একটি মিছিল বের হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিছিলটি আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে শুরু করে এ কে স্কুল সড়ক ঘুরে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত তালহাকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নান্নুর সমর্থক তালহাকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত রোববার আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর আরেক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু বলেন, ‘উচ্ছ্বসিত সমর্থকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা আসলে আচরণবিধির বিষয়টি অবগত নয় বলেই ভুল করে বসেছে। এ রকম আর হবে না।’
উল্লেখ্য, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু। গতকাল মঙ্গলবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অর্ধশতাধিক লোক নিয়ে তালহা তাজবিনের নেতৃত্বে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নুর পক্ষে একটি মিছিল বের হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিছিলটি আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে শুরু করে এ কে স্কুল সড়ক ঘুরে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত তালহাকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নান্নুর সমর্থক তালহাকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত রোববার আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর আরেক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু বলেন, ‘উচ্ছ্বসিত সমর্থকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা আসলে আচরণবিধির বিষয়টি অবগত নয় বলেই ভুল করে বসেছে। এ রকম আর হবে না।’
উল্লেখ্য, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে