Ajker Patrika

বরিশালের ৬টি আসনে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২: ৪৩
বরিশালের ৬টি আসনে বিজয়ী যারা

বরিশালের ৬টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। এ ছাড়া ১টিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, ১টিতে জাতীয় পার্টির প্রার্থী এবং ১টিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ (নৌকা) পেয়েছেন ১,৭৬,৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সেরনিয়াবাত সেকান্দার আলী (লাঙ্গল) পেয়েছেন ৪,০৯৫ ভোট। 

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিজয়ী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (নৌকা) পেয়েছেন ১,২২,১৭৫ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু (ঈগল) পেয়েছেন ৩১,৩৯৭ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিজয়ী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) পেয়েছেন ৫২,৫৬৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (ট্রাক) পেয়েছেন ২৩,৮৮৯ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র পঙ্কজ নাথ (ঈগল) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট। 

বরিশাল-৫ (নগর ও সদর) আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী হাফিজ মল্লিক পেয়েছেন ৬০,১০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল আলম (ট্রাক) পেয়েছেন ৩৯,৩৭৪ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ