নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উন্নয়ন প্রকল্পের কারণে মরতে বসেছে বরিশাল নগরের একসময়ের খরস্রোতা লাকুটিয়া খাল। যদিও সামান্য পানির প্রবাহ মৃতপ্রায় খালটির অস্তিত্ব এখনো জানান দিচ্ছে। সেই অস্তিত্বটুকুও এখন বিলীন হওয়ার পথে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বিসিকের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে লাকুটিয়া খাল। বিসিক উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন প্লট তৈরি করতে নিচু জমি ভরাট করা হচ্ছে। সেখানে ড্রেজার দিয়ে বালু ফেলানো হয়েছে। বিসিকের নিচু জমি ভরাটের জন্য ড্রেজার দিয়ে ফেলা বালু গড়িয়ে পড়েছে লাকুটিয়া খালে। এতে খালের তলদেশ ভরাট হয়ে চরের মতো পড়েছে। ফলে পানিপ্রবাহ আরও সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়রা বলছেন, বিসিক শিল্প এলাকা থেকে সৃষ্ট একটি নালা এসে মিশেছে লাকুটিয়া খালের আবহাওয়া অফিসের বিপরীত অংশে। ওই নালা দিয়ে ড্রেজারের পানি ও বৃষ্টির পানিতে বিসিকের বালু এসে খালে পড়েছে। এতে ওই স্থানটিতে নদীর চর পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। ওই বালু অপসারণ করা না হলে আগামী বর্ষায় খালের পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত হবে।
সরেজমিনে দেখা গেছে, আবহাওয়া অফিসের বিপরীতে খালের অপর প্রান্তে হাওলাদার বাড়ি। বিসিক এলাকা থেকে সৃষ্ট নালাটি ওই বাড়ির পাশ ঘেঁষে খালের সঙ্গে মিশেছে। সেখান থেকেই বালু নেমে আসছে। এতে দীর্ঘ এই খালটি ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া জানান, ড্রেজার দিয়ে বালু ফেলার সময় ওই নালা দিয়ে পানি খালে নেমেছে। তখন পানির সঙ্গে বালুও পড়েছে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল রেকর্ড বৃষ্টিতে ওই নালা দিয়ে স্রোতের মতো বালু নেমেছে। ওই সময় হাওলাদার বাড়িসংলগ্ন থাকা নামমাত্র খালটিতে বালুর চর জেগে ওঠে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন হাওলাদার জানান, এক সময়ের খরস্রোতা লাকুটিয়া খাল অনেক আগে মরে গেছে। বর্ষা মৌসুমে সামান্য জোয়ার-ভাটা হলেও শীতে সেটাও থাকে না। নালা দিয়ে দুর্গন্ধের পানি প্রবাহিত হয়। বিসিকের বালু অপসারণ করা না হলে এই নালাটিও বন্ধ হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বিসিকের উপপরিচালক জালিস মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বিসিকে নতুন ১১০টি প্লট সৃষ্টির জন্য ৪০ একর নিচু জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। তখন কর্তৃপক্ষের অগোচরে কিছু বালু খালে গিয়ে পড়তে পারে। বিষয়টি খোঁজখবর নিয়ে বালু অপসারণের ব্যবস্থা করব।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উন্নয়ন প্রকল্পের কারণে মরতে বসেছে বরিশাল নগরের একসময়ের খরস্রোতা লাকুটিয়া খাল। যদিও সামান্য পানির প্রবাহ মৃতপ্রায় খালটির অস্তিত্ব এখনো জানান দিচ্ছে। সেই অস্তিত্বটুকুও এখন বিলীন হওয়ার পথে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বিসিকের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে লাকুটিয়া খাল। বিসিক উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন প্লট তৈরি করতে নিচু জমি ভরাট করা হচ্ছে। সেখানে ড্রেজার দিয়ে বালু ফেলানো হয়েছে। বিসিকের নিচু জমি ভরাটের জন্য ড্রেজার দিয়ে ফেলা বালু গড়িয়ে পড়েছে লাকুটিয়া খালে। এতে খালের তলদেশ ভরাট হয়ে চরের মতো পড়েছে। ফলে পানিপ্রবাহ আরও সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়রা বলছেন, বিসিক শিল্প এলাকা থেকে সৃষ্ট একটি নালা এসে মিশেছে লাকুটিয়া খালের আবহাওয়া অফিসের বিপরীত অংশে। ওই নালা দিয়ে ড্রেজারের পানি ও বৃষ্টির পানিতে বিসিকের বালু এসে খালে পড়েছে। এতে ওই স্থানটিতে নদীর চর পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। ওই বালু অপসারণ করা না হলে আগামী বর্ষায় খালের পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত হবে।
সরেজমিনে দেখা গেছে, আবহাওয়া অফিসের বিপরীতে খালের অপর প্রান্তে হাওলাদার বাড়ি। বিসিক এলাকা থেকে সৃষ্ট নালাটি ওই বাড়ির পাশ ঘেঁষে খালের সঙ্গে মিশেছে। সেখান থেকেই বালু নেমে আসছে। এতে দীর্ঘ এই খালটি ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া জানান, ড্রেজার দিয়ে বালু ফেলার সময় ওই নালা দিয়ে পানি খালে নেমেছে। তখন পানির সঙ্গে বালুও পড়েছে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল রেকর্ড বৃষ্টিতে ওই নালা দিয়ে স্রোতের মতো বালু নেমেছে। ওই সময় হাওলাদার বাড়িসংলগ্ন থাকা নামমাত্র খালটিতে বালুর চর জেগে ওঠে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন হাওলাদার জানান, এক সময়ের খরস্রোতা লাকুটিয়া খাল অনেক আগে মরে গেছে। বর্ষা মৌসুমে সামান্য জোয়ার-ভাটা হলেও শীতে সেটাও থাকে না। নালা দিয়ে দুর্গন্ধের পানি প্রবাহিত হয়। বিসিকের বালু অপসারণ করা না হলে এই নালাটিও বন্ধ হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বিসিকের উপপরিচালক জালিস মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বিসিকে নতুন ১১০টি প্লট সৃষ্টির জন্য ৪০ একর নিচু জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। তখন কর্তৃপক্ষের অগোচরে কিছু বালু খালে গিয়ে পড়তে পারে। বিষয়টি খোঁজখবর নিয়ে বালু অপসারণের ব্যবস্থা করব।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে