আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’

‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
৩ ঘণ্টা আগে