আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।
গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দেব বিশ্বাস (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেব বিশ্বাস উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেব বিশ্বাস ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথি অয়ন বাড়ৈকে (৮) সঙ্গে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। তাকে না পেয়ে রাখি ও অয়ন বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেবকে উদ্ধারের চেষ্টা চালায়।
গৌরনদী ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দেবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও এক খেলার সাথিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, ডুবুরি দলের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
তেরখাদা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আলমগীর শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাঁকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।
১৬ মিনিট আগেবগুড়ায় একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।
১৮ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। অভিযোগ রয়েছে, চরের খেয়াঘাট থেকে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ঘাটের ইজারাদারের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ। এই অবস্থায় আজ শনিবার চরবাসী একত্র হয়ে ইজারাদারকে বিতাড়িত করেছে। পুড়িয়ে দেওয়া
১ ঘণ্টা আগে