Ajker Patrika

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদ করায় মা ও ফুপুকে মারধর

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গতকাল রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোটবেলা থেকে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েক দিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যান ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পান তার মা। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সঙ্গে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত হাসান। বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তাঁর কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুপুকে মারধর করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত