পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গতকাল রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোটবেলা থেকে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েক দিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যান ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পান তার মা। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সঙ্গে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এ সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত হাসান। বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তাঁর কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুপুকে মারধর করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গতকাল রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোটবেলা থেকে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েক দিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যান ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পান তার মা। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সঙ্গে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এ সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত হাসান। বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তাঁর কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুপুকে মারধর করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমাতে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে। চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মর্কতারা বলছেন, পরিবর্
৪২ মিনিট আগেঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
২ ঘণ্টা আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
৩ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
৩ ঘণ্টা আগে