Ajker Patrika

উৎসাহ-উদ্দীপনায় বরিশালে ঈদুল ফিতর উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ২৭
উৎসাহ-উদ্দীপনায় বরিশালে ঈদুল ফিতর উদ্‌যাপিত
বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নগরীতে জেলা পুলিশ লাইনস জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ, গির্জা মহল্লার জামে কসাই মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়।

নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। ছবি: আজকের পত্রিকা
নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। ছবি: আজকের পত্রিকা

হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের জামাতে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা।

ঈদ জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ-পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত