ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।
মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।
মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে।’
এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে