আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় নবজাতকের গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন এক প্রসূতি। এ অভিযোগে স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পর ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে তাঁর আচরণ দেখে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার দুপুরে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ভোরে আগৈলঝাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। সকালে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্বামী। অভিযুক্ত নারী রুমা খানম (২৪)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ারের (৩০) স্ত্রী।
মামলার পর রুমাকে গ্রেপ্তার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডেলিভারিতে তাঁর কোনো সমস্যা আমরা পাইনি। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে তাঁর এমন আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তাই তাঁকে বরিশালে কোনো মানসিক চিকিৎসককে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
অভিযুক্ত রুমা খানম স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার সময় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেই আমার বাচ্চাকে মেরে ফেলছি। আমার সেন্স ছিল না। এইটা কীভাবে হইছে বলতে পারি না। কিছুই বুঝতে পারি নাই। তা ছাড়া একটা মানুষ কেউ ইচ্ছা করে তার বাচ্চাকে মারে না!’
রুমা খানমের স্বামী মিলন বখতিয়ার একজন দিনমজুর। মিলন আজকের পত্রিকাকে জানান, সাত বছর আগে তাঁরা ভালোবেসে বিয়ে করেন। পরে পরিবার মেনে নেয়। সুখী দাম্পত্য জীবনে দুটি মেয়েসন্তানের জন্ম হয়। এটি ছিল তৃতীয়বার। এবারও কন্যাসন্তান হয়েছে। তৃতীয়বারও কন্যাসন্তান হওয়ায় রুমা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মিলনের ধারণা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ার ও রুমা খানমের পাঁচ ও দেড় বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা খানম আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের দুই ঘণ্টা পর নবজাতকের গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন তিনি। এক প্রতিবেশী সদ্য ভূমিষ্ঠ শিশুকে দেখতে গেলে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তখনই মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা খানম নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

বরিশালের আগৈলঝাড়ায় নবজাতকের গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন এক প্রসূতি। এ অভিযোগে স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পর ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে তাঁর আচরণ দেখে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার দুপুরে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ভোরে আগৈলঝাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। সকালে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তাঁর স্বামী। অভিযুক্ত নারী রুমা খানম (২৪)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ারের (৩০) স্ত্রী।
মামলার পর রুমাকে গ্রেপ্তার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডেলিভারিতে তাঁর কোনো সমস্যা আমরা পাইনি। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে তাঁর এমন আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তাই তাঁকে বরিশালে কোনো মানসিক চিকিৎসককে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
অভিযুক্ত রুমা খানম স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার সময় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজেই আমার বাচ্চাকে মেরে ফেলছি। আমার সেন্স ছিল না। এইটা কীভাবে হইছে বলতে পারি না। কিছুই বুঝতে পারি নাই। তা ছাড়া একটা মানুষ কেউ ইচ্ছা করে তার বাচ্চাকে মারে না!’
রুমা খানমের স্বামী মিলন বখতিয়ার একজন দিনমজুর। মিলন আজকের পত্রিকাকে জানান, সাত বছর আগে তাঁরা ভালোবেসে বিয়ে করেন। পরে পরিবার মেনে নেয়। সুখী দাম্পত্য জীবনে দুটি মেয়েসন্তানের জন্ম হয়। এটি ছিল তৃতীয়বার। এবারও কন্যাসন্তান হয়েছে। তৃতীয়বারও কন্যাসন্তান হওয়ায় রুমা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মিলনের ধারণা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ার ও রুমা খানমের পাঁচ ও দেড় বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা খানম আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের দুই ঘণ্টা পর নবজাতকের গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন তিনি। এক প্রতিবেশী সদ্য ভূমিষ্ঠ শিশুকে দেখতে গেলে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তখনই মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা খানম নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে