ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ডাকাত আতঙ্কে পুলিশের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদে মসজিদে মাইকিং করে সতর্কতা করা হয় এলাকাবাসীদের। গতকাল শনিবার মধ্যরাতে এমন প্রচারে জনমনে আতঙ্ক তৈরি হয়। তীব্র শীত উপেক্ষা করে রাত জেগে পাহারা দেন গ্রামবাসী। ঝালকাঠি জেলার ৪ উপজেলার প্রত্যন্ত এলাকায় এমন অবস্থা বিরাজ করে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত মাইকে সতর্কতা প্রচার করা হয় বিভিন্ন এলাকায়।
স্থানীয়রা জানান, ঝালকাঠি জেলার প্রত্যন্ত এলাকায় মধ্যরাতে মসজিদে মাইকিং করে ডাকাত আসার খবর দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে করে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এমনকি ডাকাতের খবরে শীতের মধ্যেও অনেকে লাঠি সোঁটা নিয়ে পাহারায় নেমে পড়েন।
বিষখালী নদীর তীরবর্তী রাজাপুরের চল্লিশ কাউনিয়া এলাকার বাসিন্দা পানু মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইক থেকে রাত ২টার দিকে এলাকায় ডাকাত আসার খবর প্রচার করা হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। কিছুক্ষণ পর আশপাশের আরও অনেক মসজিদের মাইক থেকেও একই ঘোষণা দেওয়া হয়।’
একই এলাকার আরেক বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টা থেকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এলাকায় ‘ডাকাত প্রবেশ করেছে, সবাই সতর্ক থাকুন’। এতে মুহূর্তের মধ্যে এলাকায় হইচই পরে যায়।’
সদর উপজেলার পোনাবালিয়া, দেউরী, দিয়াকুল, গাবখান, সাচিলাপুর, শেখেরহাট, শিরযুগ, গুয়াটনসহ রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ার বিভিন্ন এলাকায়ও মসজিদ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির চেয়ারম্যান বিউটি সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার থানা থেকে জানানো হয় এলাকায় ডাকাত প্রবেশ করেছে, মসজিদে মসজিদে মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানোর জন্য। পরে আমি ইউপি মেম্বার ও চৌকিদারদের বিষয়টি মোবাইল ফোনে জানাই। আমি নিজেও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে রাতে পাহারা দিয়েছি।’
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজাপুরের পূর্ব কানুদাসকাঠি এলাকার হাট-বাজারে সন্ধ্যার দিকে অপরিচিত কিছু লোককে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। তারাই পুলিশকে ফোন দিয়ে অবহিত করেন। এভাবে আরও কয়েকটি জায়গা থেকে অপরিচিত লোকের চলাচল ও গতিবিধি সন্দেহজনক দেখে স্থানীয়রা ফোন দিয়ে আমাকে ও থানা-পুলিশকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদে সতর্কতা মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে যেভাবে পারছে সে সেভাবেই মাইকে ঘোষণা দিয়েছে।’

ঝালকাঠিতে ডাকাত আতঙ্কে পুলিশের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদে মসজিদে মাইকিং করে সতর্কতা করা হয় এলাকাবাসীদের। গতকাল শনিবার মধ্যরাতে এমন প্রচারে জনমনে আতঙ্ক তৈরি হয়। তীব্র শীত উপেক্ষা করে রাত জেগে পাহারা দেন গ্রামবাসী। ঝালকাঠি জেলার ৪ উপজেলার প্রত্যন্ত এলাকায় এমন অবস্থা বিরাজ করে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত মাইকে সতর্কতা প্রচার করা হয় বিভিন্ন এলাকায়।
স্থানীয়রা জানান, ঝালকাঠি জেলার প্রত্যন্ত এলাকায় মধ্যরাতে মসজিদে মাইকিং করে ডাকাত আসার খবর দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে করে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এমনকি ডাকাতের খবরে শীতের মধ্যেও অনেকে লাঠি সোঁটা নিয়ে পাহারায় নেমে পড়েন।
বিষখালী নদীর তীরবর্তী রাজাপুরের চল্লিশ কাউনিয়া এলাকার বাসিন্দা পানু মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইক থেকে রাত ২টার দিকে এলাকায় ডাকাত আসার খবর প্রচার করা হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। কিছুক্ষণ পর আশপাশের আরও অনেক মসজিদের মাইক থেকেও একই ঘোষণা দেওয়া হয়।’
একই এলাকার আরেক বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টা থেকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এলাকায় ‘ডাকাত প্রবেশ করেছে, সবাই সতর্ক থাকুন’। এতে মুহূর্তের মধ্যে এলাকায় হইচই পরে যায়।’
সদর উপজেলার পোনাবালিয়া, দেউরী, দিয়াকুল, গাবখান, সাচিলাপুর, শেখেরহাট, শিরযুগ, গুয়াটনসহ রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ার বিভিন্ন এলাকায়ও মসজিদ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির চেয়ারম্যান বিউটি সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার থানা থেকে জানানো হয় এলাকায় ডাকাত প্রবেশ করেছে, মসজিদে মসজিদে মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানোর জন্য। পরে আমি ইউপি মেম্বার ও চৌকিদারদের বিষয়টি মোবাইল ফোনে জানাই। আমি নিজেও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে রাতে পাহারা দিয়েছি।’
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজাপুরের পূর্ব কানুদাসকাঠি এলাকার হাট-বাজারে সন্ধ্যার দিকে অপরিচিত কিছু লোককে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। তারাই পুলিশকে ফোন দিয়ে অবহিত করেন। এভাবে আরও কয়েকটি জায়গা থেকে অপরিচিত লোকের চলাচল ও গতিবিধি সন্দেহজনক দেখে স্থানীয়রা ফোন দিয়ে আমাকে ও থানা-পুলিশকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদে সতর্কতা মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে যেভাবে পারছে সে সেভাবেই মাইকে ঘোষণা দিয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে