পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।

বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে