
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ছয়জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার বাঁশতলা এলাকায় এই ধাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় এক প্রার্থীর সমর্থকেরা ৯ নম্বর ওয়ার্ডে ঢুকে লিফলেট বিতরণের নামে ভোটারদের হুমকি দেয় এমন অভিযোগ আরেক মেয়র প্রার্থীর সমর্থকদের। এ নিয়ে বাঁশতলা এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাসান, আরিফ গাজী ও মোশাররফ তালুকদার বলেন, মেয়র প্রার্থী মতিয়ার রহমানের সমর্থকেরা এলাকায় লিফলেট বিতরণের নামে ভোটারদের হুমকি দেয়। এ নিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাতে সাধারণ ভোটাররা শঙ্কিত।
মেয়র প্রার্থী নাজমুল আহসান খান বলেন, ‘আমার সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছিল। এমন সময় মতিয়ার রহমানের সমর্থকেরা এলাকার ঢুকে ভোটারদের হুমকি দেয় এবং আমার সমর্থকদের ওপর হামলা করে। তাতে আমার তিন সমর্থক আহত হয়েছে।’
মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমার সমর্থকেরা এলাকায় ঢুকে ভোট চাচ্ছিল। এ সময় তারা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তাতে আমার তিন সমর্থক আহত হয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৭ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৯ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪১ মিনিট আগে