আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

শক্তিশালী ঘূর্ণিঝড় অশনীর প্রভাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢাকার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দুর্যোগ মোকাবিলায় উপজেলায় প্রস্তুতিসভা আহ্বান করতে পারেনি উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হয়। আজ মঙ্গলবার সকাল থেকে চলছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে রাস্তাঘাটে ছোট যানবাহন চলাচল কমে যায়, রাস্তা প্রায় ফাঁকা অবস্থায় দেখা গেছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয়নি। এদিকে বৃষ্টির কারণে খেতের পাকা ধান কাটতে না পেরে মহাদুশ্চিন্তা আর ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। অনেকের কাটা ধানে অঙ্কুরোদগম হয়ে গেছে।
আবহাওয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) মোশাররফ হোসেন জানান, উপজেলায় ১৬টি সাইক্লোন সেল্টার রয়েছে। দুর্যোগকালীন ওই আশ্রয়ণ কেন্দ্রগুলো ব্যবহার করা হবে। এগুলো প্রস্তুত রাখার ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা না পাওয়ায় এখন পর্যন্ত ‘উপজেলা দুর্যোগ প্রস্তুতি’ কমিটির সভা করতে পারেননি তাঁরা।
তবে আজকালের মধ্যে দুর্যোগ প্রস্তুতির সভা আহ্বান করা হবে জানিয়ে আরও বলেন, ‘আমরা প্রস্তুতিমূলক সভা করে সবাইকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে দেব। ঝড়ের বিষয়ে সতর্কতার জন্য সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’

শক্তিশালী ঘূর্ণিঝড় অশনীর প্রভাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢাকার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দুর্যোগ মোকাবিলায় উপজেলায় প্রস্তুতিসভা আহ্বান করতে পারেনি উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হয়। আজ মঙ্গলবার সকাল থেকে চলছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে রাস্তাঘাটে ছোট যানবাহন চলাচল কমে যায়, রাস্তা প্রায় ফাঁকা অবস্থায় দেখা গেছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয়নি। এদিকে বৃষ্টির কারণে খেতের পাকা ধান কাটতে না পেরে মহাদুশ্চিন্তা আর ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। অনেকের কাটা ধানে অঙ্কুরোদগম হয়ে গেছে।
আবহাওয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) মোশাররফ হোসেন জানান, উপজেলায় ১৬টি সাইক্লোন সেল্টার রয়েছে। দুর্যোগকালীন ওই আশ্রয়ণ কেন্দ্রগুলো ব্যবহার করা হবে। এগুলো প্রস্তুত রাখার ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা না পাওয়ায় এখন পর্যন্ত ‘উপজেলা দুর্যোগ প্রস্তুতি’ কমিটির সভা করতে পারেননি তাঁরা।
তবে আজকালের মধ্যে দুর্যোগ প্রস্তুতির সভা আহ্বান করা হবে জানিয়ে আরও বলেন, ‘আমরা প্রস্তুতিমূলক সভা করে সবাইকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে দেব। ঝড়ের বিষয়ে সতর্কতার জন্য সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে