নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সাদিক এবং তাঁর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নাম নেই। সদস্য সবাই আওয়ামী লীগে মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাউকে রাখা হয়নি। ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র ও সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগরের সহসভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পড়ে গত দুই বছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও মঈন তুষার। এ দুজনই সাদিকের রোষানলে ছিলেন গত পাঁচ বছর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, মো. হুমায়ন কবীর, যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও শাহীন সিকদার, অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্ধারণের কত দিন হলো অথচ জেলা ও মহানগর আওয়ামী লীগের কেউ আসছে না। নির্বাচনী কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত যথাযথ হয়েছে।’

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সাদিক এবং তাঁর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নাম নেই। সদস্য সবাই আওয়ামী লীগে মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাউকে রাখা হয়নি। ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র ও সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগরের সহসভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পড়ে গত দুই বছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও মঈন তুষার। এ দুজনই সাদিকের রোষানলে ছিলেন গত পাঁচ বছর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, মো. হুমায়ন কবীর, যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও শাহীন সিকদার, অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্ধারণের কত দিন হলো অথচ জেলা ও মহানগর আওয়ামী লীগের কেউ আসছে না। নির্বাচনী কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত যথাযথ হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে