নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সাদিক এবং তাঁর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নাম নেই। সদস্য সবাই আওয়ামী লীগে মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাউকে রাখা হয়নি। ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র ও সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগরের সহসভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পড়ে গত দুই বছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও মঈন তুষার। এ দুজনই সাদিকের রোষানলে ছিলেন গত পাঁচ বছর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, মো. হুমায়ন কবীর, যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও শাহীন সিকদার, অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্ধারণের কত দিন হলো অথচ জেলা ও মহানগর আওয়ামী লীগের কেউ আসছে না। নির্বাচনী কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত যথাযথ হয়েছে।’

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সাদিক এবং তাঁর অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নাম নেই। সদস্য সবাই আওয়ামী লীগে মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাউকে রাখা হয়নি। ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র ও সাবেক সভাপতি শওকত হোসেন হিরণের অনুসারী। তাঁদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগরের সহসভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পড়ে গত দুই বছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার ও মঈন তুষার। এ দুজনই সাদিকের রোষানলে ছিলেন গত পাঁচ বছর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, মো. হুমায়ন কবীর, যুলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও শাহীন সিকদার, অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী নির্ধারণের কত দিন হলো অথচ জেলা ও মহানগর আওয়ামী লীগের কেউ আসছে না। নির্বাচনী কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত যথাযথ হয়েছে।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে