নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমাদের সঙ্গে ভারতের যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, সেটা অচিরেই দূর হবে। কারণ, এ দেশের মানুষ ভারতবিরোধী নয়।’
আজ সোমবার বরিশাল মেরিন একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, কে ক্ষমতায় থাকল, না থাকল সেটা বড় কথা নয়।’
ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ‘যাকে নিয়ে ঘটনার সৃষ্টি, তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন জানিয়ে দিয়েছে। আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।’
দুবাইয়ে মেরিন ভিসা বন্ধের প্রশ্নে এই উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে। অনেক সময় সিঙ্গাপুরসহ অন্য দেশেও এটা হয়। এ নিয়ে দুবাই সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এটির সমাধান হবে।’
এর আগে নৌপরিবহন উপদেষ্টা বরিশাল নগরীতে নদী-খালে তাঁর হারানো শৈশবের স্মৃতিচারাঁ করেন এবং খালগুলো ড্রেনে রূপান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন। খালের কচুরিপানা পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমাদের সঙ্গে ভারতের যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, সেটা অচিরেই দূর হবে। কারণ, এ দেশের মানুষ ভারতবিরোধী নয়।’
আজ সোমবার বরিশাল মেরিন একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, কে ক্ষমতায় থাকল, না থাকল সেটা বড় কথা নয়।’
ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ‘যাকে নিয়ে ঘটনার সৃষ্টি, তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন জানিয়ে দিয়েছে। আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।’
দুবাইয়ে মেরিন ভিসা বন্ধের প্রশ্নে এই উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে। অনেক সময় সিঙ্গাপুরসহ অন্য দেশেও এটা হয়। এ নিয়ে দুবাই সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এটির সমাধান হবে।’
এর আগে নৌপরিবহন উপদেষ্টা বরিশাল নগরীতে নদী-খালে তাঁর হারানো শৈশবের স্মৃতিচারাঁ করেন এবং খালগুলো ড্রেনে রূপান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন। খালের কচুরিপানা পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে