ঝালকাঠির নলছিটিতে সাংবাদিক ইব্রাহিম খান শাকিলকে (৩৬) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল বুধবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইব্রাহিম খান শাকিল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে এবং বেসরকারি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নলছিটি উপজেলা প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তার চাচাতো ভাই সাংবাদিক ইব্রাহিম খান শাকিল ঘটনাস্থলে গেলে ওই দুর্বৃত্তরা তাঁকেও এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইব্রাহিম খান শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিরিন মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ইব্রাহিম খান শাকিল নামে একজন ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। ওনার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম রেফার করা হয়েছে।’
শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ‘স্থানীয় বিএনপির কতিপয় লোকজন আমাদের ওপর হামলা করেছে।’
হামলায় গুরুতর আহত ইব্রাহিম খান শাকিলের খালাতো ভাই মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শেবাচিম হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকা নিয়ে যেতে বলেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।’

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে