
বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকেরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে আজকের পত্রিকাকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। চলতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল ক্যাম্প করে বরগুনার জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে