বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত বৃহস্পতিবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৯ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৩৫ কেজি ইলিশ মাছ, ১৭টি নৌকা ও প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশনের মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই অভিযানে নেতৃত্ব দেন।
আটকৃতদের মধ্যে ভোলা সদরের ১৫ জন, চরফ্যাশনের ৪২ জন, মনপুরার ১০ জন ও দৌলতখানের দুজন রয়েছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘১২ থেকে ১৭ অক্টোবর সকাল পর্যন্ত ভোলার সাতটি উপজেলায় ৯৫টি অভিযান পরিচালনা করে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৩ জনকে অর্থদণ্ড ও ১৫ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ ছাড়া জব্দকৃত ৪৩৫ কেজি মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এসব অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত বৃহস্পতিবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৯ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৩৫ কেজি ইলিশ মাছ, ১৭টি নৌকা ও প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশনের মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই অভিযানে নেতৃত্ব দেন।
আটকৃতদের মধ্যে ভোলা সদরের ১৫ জন, চরফ্যাশনের ৪২ জন, মনপুরার ১০ জন ও দৌলতখানের দুজন রয়েছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘১২ থেকে ১৭ অক্টোবর সকাল পর্যন্ত ভোলার সাতটি উপজেলায় ৯৫টি অভিযান পরিচালনা করে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৩ জনকে অর্থদণ্ড ও ১৫ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ ছাড়া জব্দকৃত ৪৩৫ কেজি মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এসব অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে