
বরিশালের গৌরনদীতে মুলাদি উপজেলার ২৫ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামালসহ একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে আড়িয়ালখাঁ নদের শাখা নদীতে পিঙ্গলাকাঠী বাজারের কাছে তালুকদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটি গৌরনদীর টরকী বন্দর থেকে মালামাল ও যাত্রী নিয়ে মুলাদি উপজেলার আলীমাবাদ ও সেলিমপুর বাজারে যাচ্ছিল। ট্রলারডুবিতে মোসা. মনি আক্তার (৪৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুলাদি উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপুল বিশ্বাস ও গৌরনদী থানার ওসি মো. ইউনুছ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীদের বরাতে পুলিশ জানায়, চালক মো. আবুল কালাম ওই অঞ্চলের আলীমাবাদ, রামচর লঞ্চঘাট ও সেলিমপুর বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়মিত পরিবহন করতেন। শনিবার বিকেলে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি টরকী বন্দর থেকে আলীমাবাদ বাজারের উদ্দেশে রওনা দেয়। পিঙ্গলাকাঠী বাজার অতিক্রম করে তালুকদারবাড়ি এলাকায় ট্রলারটি মোড় নেওয়ার সময় কাত হয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনি আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
আলীমাবাদ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম খান জানান, ট্রলারে তাঁর ২ লাখ ২০ হাজার টাকার মুদি মালামাল ছিল। ঈদুল আজহার আগে অন্য ব্যবসায়ীরাও ২-৩ লাখ টাকার করে মালামাল আনছিলেন। তাঁর দাবি, ট্রলারটিতে মোট ২৪-২৫ জন ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল, যা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সর্বস্ব হারিয়েছি।’
গৌরনদী থানার ওসি ইউনুছ মিয়া বলেন, ‘মালামালসহ ট্রলারডুবিতে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে