মুলাদি (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মুলাদি উপজেলার ২৫ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামালসহ একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে আড়িয়ালখাঁ নদের শাখা নদীতে পিঙ্গলাকাঠী বাজারের কাছে তালুকদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটি গৌরনদীর টরকী বন্দর থেকে মালামাল ও যাত্রী নিয়ে মুলাদি উপজেলার আলীমাবাদ ও সেলিমপুর বাজারে যাচ্ছিল। ট্রলারডুবিতে মোসা. মনি আক্তার (৪৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুলাদি উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপুল বিশ্বাস ও গৌরনদী থানার ওসি মো. ইউনুছ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীদের বরাতে পুলিশ জানায়, চালক মো. আবুল কালাম ওই অঞ্চলের আলীমাবাদ, রামচর লঞ্চঘাট ও সেলিমপুর বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়মিত পরিবহন করতেন। শনিবার বিকেলে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি টরকী বন্দর থেকে আলীমাবাদ বাজারের উদ্দেশে রওনা দেয়। পিঙ্গলাকাঠী বাজার অতিক্রম করে তালুকদারবাড়ি এলাকায় ট্রলারটি মোড় নেওয়ার সময় কাত হয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনি আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
আলীমাবাদ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম খান জানান, ট্রলারে তাঁর ২ লাখ ২০ হাজার টাকার মুদি মালামাল ছিল। ঈদুল আজহার আগে অন্য ব্যবসায়ীরাও ২-৩ লাখ টাকার করে মালামাল আনছিলেন। তাঁর দাবি, ট্রলারটিতে মোট ২৪-২৫ জন ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল, যা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সর্বস্ব হারিয়েছি।’
গৌরনদী থানার ওসি ইউনুছ মিয়া বলেন, ‘মালামালসহ ট্রলারডুবিতে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’

বরিশালের গৌরনদীতে মুলাদি উপজেলার ২৫ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামালসহ একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে আড়িয়ালখাঁ নদের শাখা নদীতে পিঙ্গলাকাঠী বাজারের কাছে তালুকদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটি গৌরনদীর টরকী বন্দর থেকে মালামাল ও যাত্রী নিয়ে মুলাদি উপজেলার আলীমাবাদ ও সেলিমপুর বাজারে যাচ্ছিল। ট্রলারডুবিতে মোসা. মনি আক্তার (৪৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মুলাদি উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপুল বিশ্বাস ও গৌরনদী থানার ওসি মো. ইউনুছ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীদের বরাতে পুলিশ জানায়, চালক মো. আবুল কালাম ওই অঞ্চলের আলীমাবাদ, রামচর লঞ্চঘাট ও সেলিমপুর বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়মিত পরিবহন করতেন। শনিবার বিকেলে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি টরকী বন্দর থেকে আলীমাবাদ বাজারের উদ্দেশে রওনা দেয়। পিঙ্গলাকাঠী বাজার অতিক্রম করে তালুকদারবাড়ি এলাকায় ট্রলারটি মোড় নেওয়ার সময় কাত হয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনি আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
আলীমাবাদ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম খান জানান, ট্রলারে তাঁর ২ লাখ ২০ হাজার টাকার মুদি মালামাল ছিল। ঈদুল আজহার আগে অন্য ব্যবসায়ীরাও ২-৩ লাখ টাকার করে মালামাল আনছিলেন। তাঁর দাবি, ট্রলারটিতে মোট ২৪-২৫ জন ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল, যা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সর্বস্ব হারিয়েছি।’
গৌরনদী থানার ওসি ইউনুছ মিয়া বলেন, ‘মালামালসহ ট্রলারডুবিতে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’

হোটেল কর্মচারী মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় নিলির ওপর ক্ষিপ্ত হন মিলন। পরে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনার পর মিলন মল্লিক তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকায় পালিয়ে যান।
৭ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১ ঘণ্টা আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে