নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাদ থেকে পড়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ের মরদেহ থানায় এনে ‘হত্যার’ বিচার চাইলেন বাবা মামুন আবদুল্লাহ। আজ সোমবার সন্ধ্যার পর তিনি মেয়ে মাইশার (১৩) মরদেহ নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। মামুনের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর জন্য ভাড়া বাসার মালিকের স্ত্রী দায়ী।
গত বৃহস্পতিবার বিকেলে ছাদ থেকে পড়ে আহত হয় মাইশা। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ মামুনের লিখিত অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ারও আশ্বাস দেন। এরপর মামুন থানা ত্যাগ করেন।
মামুন বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তাঁর মেয়ে মাইশা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মামুন আবদুল্লাহ জানান, তাঁর ভাড়া বাসার মালিক আবুল কালামের স্ত্রী তাহারত আক্তারের একটি জুতা বৃহস্পতিবার বিকেলে তিন তলার ছাদ থেকে নিচের কার্নিশে পড়ে। ওই জুতা তোলার জন্য মাইশাকে কার্নিশে নামান তাহারত। তখন মাইশা পা পিছলে নিচে পড়ে যায়। চিৎকার শুনে মামুন ঘটনাস্থলে গিয়ে মাইশাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা মাইশাকে ঢামেকে পাঠান। ঢামেকের সিসিইউতে গতকাল রোববার বিকেলে মাইশার মারা যায়।
মামুন মেয়ের মৃত্যুর জন্য বাড়ির মালিকের স্ত্রী, বোন ও তাঁদের মাকে দায়ী করেছেন। তিনি তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মাইশার তদন্ত প্রতিবেদন এবং ঘটনাস্থল তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।

ছাদ থেকে পড়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ের মরদেহ থানায় এনে ‘হত্যার’ বিচার চাইলেন বাবা মামুন আবদুল্লাহ। আজ সোমবার সন্ধ্যার পর তিনি মেয়ে মাইশার (১৩) মরদেহ নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। মামুনের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর জন্য ভাড়া বাসার মালিকের স্ত্রী দায়ী।
গত বৃহস্পতিবার বিকেলে ছাদ থেকে পড়ে আহত হয় মাইশা। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ মামুনের লিখিত অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ারও আশ্বাস দেন। এরপর মামুন থানা ত্যাগ করেন।
মামুন বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তাঁর মেয়ে মাইশা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মামুন আবদুল্লাহ জানান, তাঁর ভাড়া বাসার মালিক আবুল কালামের স্ত্রী তাহারত আক্তারের একটি জুতা বৃহস্পতিবার বিকেলে তিন তলার ছাদ থেকে নিচের কার্নিশে পড়ে। ওই জুতা তোলার জন্য মাইশাকে কার্নিশে নামান তাহারত। তখন মাইশা পা পিছলে নিচে পড়ে যায়। চিৎকার শুনে মামুন ঘটনাস্থলে গিয়ে মাইশাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা মাইশাকে ঢামেকে পাঠান। ঢামেকের সিসিইউতে গতকাল রোববার বিকেলে মাইশার মারা যায়।
মামুন মেয়ের মৃত্যুর জন্য বাড়ির মালিকের স্ত্রী, বোন ও তাঁদের মাকে দায়ী করেছেন। তিনি তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মাইশার তদন্ত প্রতিবেদন এবং ঘটনাস্থল তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৩ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে