কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক, পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আন্দোলন করছিলেন অন্তর।
স্বজনেরা জানান, কলাপাড়া পৌর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন অন্তর। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, কলাপাড়া থানা-পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোর লেন ও সিক্স লেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসাসংলগ্ন সড়ক থেকে পার্ক করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। তিনি বলেন, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ বন্ধ করে গতকাল রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন অন্তর। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তাঁরা জানেন।
অন্তরের বাবা মো. সোলায়মান জানান, তাঁর ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তাঁরা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, মোটরসাইকেলটি ওখানে পার্ক করা দেখে পায়রা পোর্ট ফোর লেন সড়কের নিরাপত্তাকর্মীরা থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
ওসি আরও বলেন, থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। জিডি কিংবা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটি তাঁদের গোপনীয় বিষয় বলে কোনো তথ্য দেননি তিনি।
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক, পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আন্দোলন করছিলেন অন্তর।
স্বজনেরা জানান, কলাপাড়া পৌর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন অন্তর। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, কলাপাড়া থানা-পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোর লেন ও সিক্স লেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসাসংলগ্ন সড়ক থেকে পার্ক করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। তিনি বলেন, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ বন্ধ করে গতকাল রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন অন্তর। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তাঁরা জানেন।
অন্তরের বাবা মো. সোলায়মান জানান, তাঁর ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তাঁরা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, মোটরসাইকেলটি ওখানে পার্ক করা দেখে পায়রা পোর্ট ফোর লেন সড়কের নিরাপত্তাকর্মীরা থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
ওসি আরও বলেন, থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। জিডি কিংবা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটি তাঁদের গোপনীয় বিষয় বলে কোনো তথ্য দেননি তিনি।
রমজান মাসের শেষ দিকে রাজধানীর যানজট আরও প্রকট হয়েছে; বিশেষ করে অফিস ছুটির পর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন এক মিনিট চললে ১৫ মিনিট নিশ্চল থাকছে। ১০ মিনিটের পথ যেতে পার হচ্ছে ঘণ্টা। যানজটে আটকে অফিসফেরত দূরের যাত্রীদের অনেককে বাসার পরিবর্তে পথেই যানবাহনে ইফতার সারতে হচ্ছে। দিনে দিনে জট বাড়ছে।
৬ ঘণ্টা আগেমসলিন, জামদানি, তাঁত, বুটিক, বাটিক, ব্লক, সুতি কিংবা সিল্ক—সব ধরনের শাড়ির সম্মিলনস্থল হিসেবে বেইলি রোডের পরিচিতি অনেক দিনের। যাঁরা শাড়ি পরতে এবং কিনতে ভালোবাসেন, বেইলি রোডের শাড়ির দোকানগুলো তাঁদের কাছে বেশ প্রিয়। দেশের কারিগরদের তাঁতে বোনা হালকা শাড়ির পাশাপাশি ভারতীয় জমকালো শাড়িও মেলে এসব দোকানে।
৭ ঘণ্টা আগেপাবনার আমিনপুর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এম রফিক উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ মার্চ থেকে তিনি কারাগারে।
৭ ঘণ্টা আগেবরিশালের ৮টি বালুমহাল বাগিয়ে নিতে ইজারার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় তারা।
৭ ঘণ্টা আগে