মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনায় শতাধিক জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আবুল বাশার বাদী হয়ে মুলাদী থানায় এই মামলা করেন।
গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকায় জয়ন্তী নদীতে অভিযানের ট্রলারে হামলা করেছিলেন জেলেরা। ওই সময় জেলেদের স্বজনেরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আটক এক জেলেকে ছিনিয়ে নেয় বলে জানান উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এর আগে গত শনিবার বেলা ১১টায় আড়িয়াল খাঁ নদীর নাজিপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এবং রাত ৮টায় জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের ডুমুরিতলা বাঘাবাড়ী এলাকায় হামলার শিকার হয়েছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, গত সোমবার সকাল ৮টা থেকে ইলিশ রক্ষা অভিযান শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত অভিযানে জয়ন্তী নদীর চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকা থেকে বেশ কয়েকটি কারেন্ট জাল এবং এক জেলেকে আটক করা হয়। বেলা ১১টার দিকে ১৫-২০টি নৌকায় শতাধিক জেলে অভিযানের ট্রলারটি ঘিরে ফেলেন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
তিনি আরও জানান, জেলেদের হামলা থেকে বাঁচতে অভিযানের ট্রলারটি জয়ন্তী নদীর দক্ষিণ পাড়ে ভেড়ানোর চেষ্টা করলে জেলেদের স্বজনেরা রামদা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে প্রশাসনের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। পরে কর্মকর্তাদের উদ্ধার কো হয়। এ ঘটনায় নাজিরপুর গ্রামের আব্বাস তালুকদার, মিরন চৌকিদারসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গত সোমবার কারেন্ট জাল জব্দ এবং এক জেলেকে আটক করলে অন্য জেলেরা হামলা চালান। তাঁরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আটক জেলেকে ছাড়িয়ে নিয়েছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, অভিযানের ট্রলারে হামলা ও পুলিশ আহতের ঘটনায় শতাধিক জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালের মুলাদীতে ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনায় শতাধিক জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আবুল বাশার বাদী হয়ে মুলাদী থানায় এই মামলা করেন।
গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকায় জয়ন্তী নদীতে অভিযানের ট্রলারে হামলা করেছিলেন জেলেরা। ওই সময় জেলেদের স্বজনেরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আটক এক জেলেকে ছিনিয়ে নেয় বলে জানান উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এর আগে গত শনিবার বেলা ১১টায় আড়িয়াল খাঁ নদীর নাজিপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এবং রাত ৮টায় জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের ডুমুরিতলা বাঘাবাড়ী এলাকায় হামলার শিকার হয়েছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, গত সোমবার সকাল ৮টা থেকে ইলিশ রক্ষা অভিযান শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত অভিযানে জয়ন্তী নদীর চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকা থেকে বেশ কয়েকটি কারেন্ট জাল এবং এক জেলেকে আটক করা হয়। বেলা ১১টার দিকে ১৫-২০টি নৌকায় শতাধিক জেলে অভিযানের ট্রলারটি ঘিরে ফেলেন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
তিনি আরও জানান, জেলেদের হামলা থেকে বাঁচতে অভিযানের ট্রলারটি জয়ন্তী নদীর দক্ষিণ পাড়ে ভেড়ানোর চেষ্টা করলে জেলেদের স্বজনেরা রামদা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে প্রশাসনের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। পরে কর্মকর্তাদের উদ্ধার কো হয়। এ ঘটনায় নাজিরপুর গ্রামের আব্বাস তালুকদার, মিরন চৌকিদারসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গত সোমবার কারেন্ট জাল জব্দ এবং এক জেলেকে আটক করলে অন্য জেলেরা হামলা চালান। তাঁরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আটক জেলেকে ছাড়িয়ে নিয়েছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, অভিযানের ট্রলারে হামলা ও পুলিশ আহতের ঘটনায় শতাধিক জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৯ ঘণ্টা আগে