পটুয়াখালীর বাউফলে ন্যায্যমূল্যের ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের ডিজিটাল ওজন যন্ত্রের পরিবর্তে বালতি ব্যবহার করে চাল মেপে দেওয়া হয়। ফলে ৩০ কেজির জায়গায় ২৮-২৯ কেজি চাল পাওয়া যায়।
উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়েরবাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তাঁদের প্রতিবাদের মুখে ডিলার লিটন মৃধা চাল বিক্রি বন্ধ করে দেন।
পাকডাল গ্রামের সুবিধাভোগী রাজ্জাক মৃধা জানান, সকাল থেকে লিটন মৃধা বালতিতে চাল মেপে দিচ্ছিলেন। যে কারণে মাপে কম হচ্ছিল। এ ছাড়া চাল বিতরণের সময় কোনো ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন না।
ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ডিলার লিটন। তিনি জানান, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রুত বিতরণের জন্য বালতিতে চাল মেপে দিয়েছেন। এতে কোনো অনিয়ম হয়নি।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ডিলারকে চাল বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার ডিজিটাল মিটার ব্যবহার করে সঠিক ওজনে চাল বিতরণের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ করা হলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে