
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েব পোর্টালে চরফ্যাশন উপজেলার তথ্য নিয়মিত হালনাগাদ না হওয়ায় তথ্যসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো তথ্যে বিভ্রান্তিতেও পড়ছেন তাঁরা। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল থেকে তথ্যসুবিধা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। তবে উপজেলা প্রশাসন বলছে, হালনাগাদের বিষয়টি দেখা হচ্ছে।
জানা যায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৪ সালের দিকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, পর্যটন ইত্যাদি তথ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জাতীয় তথ্য বাতায়ন’ ওয়েব পোর্টাল চালু করে সরকার। যে পোর্টালের মাধ্যমে জনগণ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি, গেজেট, ই-সেবা, সরকারি ফরমসমূহ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তালিকা, ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধাদের তালিকা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্পের বিবরণ, জনপ্রতিনিধিদের নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ ইত্যাদি তথ্য পাওয়া যাবে। সারা দেশের ন্যায় চরফ্যাশনে রয়েছে জাতীয় তথ্য বাতায়ন। কিন্তু সেসব তথ্য বাতায়নে হালনাগাদ কোনো তথ্য পাওয়া যায়নি।
গত কয়েক দিনের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম আছে, কিন্তু বাস্তবে তিনি সেখানে নেই। এমনও দেখা গেছে, ওই কর্মকর্তা কয়েক বছর আগেই অন্য জেলায় বদলি হয়ে গেছেন। যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে, কিন্তু তা অকেজো। মোবাইল নম্বর দেওয়া আছে একজনের, কল রিসিভ করছেন অন্যজন। এমন তথ্যবিভ্রাটের মধ্যে পড়ে ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ।
বিশেষ করে উপজেলা শিক্ষা অফিসের তিন কর্মকর্তার কর্মস্থল চরফ্যাশন উপজেলা তথ্য বাতায়নে উল্লেখ থাকলেও কর্মরত আছেন অন্য জেলায়। এদের মধ্যে তুষিত কুমার চৌধুরী নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ২০২১ সালের জুন মাসে, মো. রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ২০২০ সালের অক্টোবর মাসে, মো. খালিদ হোসেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বদলি হয়েছেন। একইভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দুই কর্মকর্তার মধ্যে একজন মো. জিয়াউল হক মিলন বরগুনা জেলার আমতলি উপজেলায় বদলি হয়েছেন ২০২০ সালের অক্টোবর মাসে। অন্যজন মো. খলিলুর রহমানের উল্লেখিত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। এ উপজেলার শিক্ষা অফিস ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট ঘেঁটে এমন অবস্থা দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘এ উপজেলায় আমি ১১ অক্টোবর ২০২০ যোগদান করেছি। অথচ উপজেলা তথ্য বাতায়নে আমার নাম এখনো ইনপুট দেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, `চরফ্যাশন উপজেলার তথ্য বাতায়ন ওয়েব পোর্টালটি হালনাগাদ করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। যেসব সমস্যা আছে সেগুলো দ্রুত সমাধান করা হবে।'

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে