নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৬ মিনিট আগে