নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিঅ্যান্ডবি সড়কের চৌমাথায় অবরোধ করেন।
বেলা ১টার দিকে পুলিশ তাদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চৌমাথা পর্যন্ত মহাসড়কের ১ কিলোমিটারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীরা আশপাশের সড়কে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছেন। পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের প্রতিহতের চেষ্টা চালাচ্ছে। এর শব্দে ওই এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আশপাশের বাসাবাড়ির লোকজনও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁরা।
সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মীর্জা লাবু জানান, এটি আবাসিক এলাকা হওয়ায় টিয়ার গ্যাসে বিভিন্ন বাসার শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিন দেখা গেছে, হাতেম আলী কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। লাঠিসোঁটা নিয়ে শত শত ছাত্র অবস্থান নিয়েছেন। গোটা সড়কেই ইট পড়ে আছে। পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আতঙ্ক দেখা দিয়েছে আশপাশের বাসা বাড়িতে।
বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে জলকামান ও সজোয়া যান আনতে দেখা গেছে। তবে সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো বক্তব্য দেয়নি।

বরিশাল নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিঅ্যান্ডবি সড়কের চৌমাথায় অবরোধ করেন।
বেলা ১টার দিকে পুলিশ তাদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চৌমাথা পর্যন্ত মহাসড়কের ১ কিলোমিটারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীরা আশপাশের সড়কে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছেন। পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের প্রতিহতের চেষ্টা চালাচ্ছে। এর শব্দে ওই এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আশপাশের বাসাবাড়ির লোকজনও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁরা।
সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মীর্জা লাবু জানান, এটি আবাসিক এলাকা হওয়ায় টিয়ার গ্যাসে বিভিন্ন বাসার শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিন দেখা গেছে, হাতেম আলী কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। লাঠিসোঁটা নিয়ে শত শত ছাত্র অবস্থান নিয়েছেন। গোটা সড়কেই ইট পড়ে আছে। পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আতঙ্ক দেখা দিয়েছে আশপাশের বাসা বাড়িতে।
বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে জলকামান ও সজোয়া যান আনতে দেখা গেছে। তবে সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো বক্তব্য দেয়নি।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে