
ভোলার চরফ্যাশনের দুলারহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ পড়ুয়া ছাত্রীর বাবা-মা ও ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি রাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা-পুলিশ।
আজ রোববার সকালে দুলারহাট নুরাবাদ ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ওই ছাত্রীর দাদা বাদী হয়ে ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিব প্রায় পাঁচ বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রী এখন একটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যুবক রাকিব তার পথরোধ করে উত্ত্যক্ত করেন। বাড়ি ফিরে বিষয়টি তারা পরিবারকে জানায়। বিকেলে তার বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হন রাকিব। শুক্রবার সকালে ওই ছাত্রী তার ছোট ভাই বাড়ির দরজায় হাট ছিলেন এ সময় রাকির ও তাঁর বন্ধু হৃদয় মিলে তাকে গাল মন্দ শুরু করেন। ছাত্রী এবং তার ছোট ভাই প্রতিবাদ করলে ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করেন তাঁরা। তাদের চিৎকারে ভুক্তভোগীর বাব-মা ছুটে এলে তাদের ওপর হামলা চালানো হয়। রাকিব ও তার পরিবারের সদস্য সালাউদ্দিন মেলকার, তহমিনা, সামিরাসহ ১০ / ১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মারধরের এ ঘটনায় ৯ জনকে আসামি করেছেন থানায় মামলা দায়ের করেছেন ছাত্রীর দাদা। বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে