
পটুয়াখালীর দুমকিতে কলেজশিক্ষিকাকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা, প্রতিবাদ এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, কলেজশিক্ষিকা তাহেরা আলীর হত্যাচেষ্টা ও অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বাকসিসের সভাপতি অধ্যাপক আবদুস সালাম, বাকসিসের নেতা অধ্যাপক মিহির কান্তি শীল, অধ্যাপক জাকির হোসেন লিটু, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এল এ এম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ কে এম এনায়েতুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভিকটিমের মেয়ে পরশ মনি, কলেজ শিক্ষার্থী তাহেরা সুলতানা মিম, শ্রীরামপুর ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা, কলেজশিক্ষক আনিসুর রহমান মিন্টু, এবাদুল হক বাদল, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার এলএএম ইউনাইটেড মহিলা কলেজের প্রদর্শক তাহেরা আলী রুমাকে প্রকাশ্য দিবালোকে তাঁর সাবেক স্বামী সাইফুল্লাহ মানিকসহ সাত-আটজন দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে