নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে সিটি করপোরেশন। নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে তৈরি করা প্যান্ডেল আজ সোমবার সিটি করপোরেশন ভেঙে দেয়। রাতে প্যান্ডেল সরিয়ে নিতে দেখা গেছে। ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির অভিযোগ, মালিক কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। ঈদগাহ মাঠের প্যান্ডেল ভেঙে ফেলায় তাদের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. মিজানুর রহমান আদিল আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গত ৩০ জানুয়ারি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলন করার অনুমতি চান। তখন মেয়র তাঁদের জানান, ইমাম সমিতির আপত্তি না থাকলে সম্মেলন করতে পারবেন। পরে আরও একবার মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দেখা দেননি।
মিজানুর রহমান আরও বলেন, ঈদগাহ মাঠের মালিক আছমত আলী খান ইনস্টিটিউশন (এ কে স্কুল) কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন। আজ সোমবার দুপুরে আকস্মিক সিটি করপোরেশনের লোকজন এসে নির্মিত প্যান্ডেল অপসারণ শুরু করে। ঈদগাহ মাঠে সম্মেলন কেন করতে দেওয়া হবে না, তার কোনো কারণও জানায়নি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
আজ সোমবার রাত ৮টায় ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, বিশাল প্যান্ডেলের বাঁশ অপসারণ করছেন শ্রমিকেরা। তাঁরা জানান, করপোরেশনের লোকজন এসে প্যান্ডেল কেটে ফেলেছে। বাঁশের সঙ্গে থাকা দড়িও কেটে দিয়েছে। এতে প্যান্ডেল ভেঙে পড়ে। দ্রুত সেগুলো অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান নির্দেশ দিয়ে গেছেন।
জানা গেছে, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ এই সম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি করা হয়েছে ভারতের দারুল উলুম দেওয়ান বন্দ মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী ও একই দেশের আল্লামা মুফতি আফজাল কাইমুরীকে। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমসহ পীর অনুসারীরা বরেণ্য আলেম-ওলামাদের সম্মেলনে বিশেষ অতিথি করা হয়েছে। ইসলামী আন্দোলনের বরিশাল নগর নেতাদের তত্ত্বাবধানেই সম্মেলন আয়োজন করা হয়েছে।
প্যান্ডেল ভেঙে দেওয়ার বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

বরিশাল বিভাগীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে সিটি করপোরেশন। নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে তৈরি করা প্যান্ডেল আজ সোমবার সিটি করপোরেশন ভেঙে দেয়। রাতে প্যান্ডেল সরিয়ে নিতে দেখা গেছে। ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির অভিযোগ, মালিক কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। ঈদগাহ মাঠের প্যান্ডেল ভেঙে ফেলায় তাদের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. মিজানুর রহমান আদিল আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গত ৩০ জানুয়ারি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলন করার অনুমতি চান। তখন মেয়র তাঁদের জানান, ইমাম সমিতির আপত্তি না থাকলে সম্মেলন করতে পারবেন। পরে আরও একবার মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দেখা দেননি।
মিজানুর রহমান আরও বলেন, ঈদগাহ মাঠের মালিক আছমত আলী খান ইনস্টিটিউশন (এ কে স্কুল) কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন। আজ সোমবার দুপুরে আকস্মিক সিটি করপোরেশনের লোকজন এসে নির্মিত প্যান্ডেল অপসারণ শুরু করে। ঈদগাহ মাঠে সম্মেলন কেন করতে দেওয়া হবে না, তার কোনো কারণও জানায়নি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
আজ সোমবার রাত ৮টায় ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, বিশাল প্যান্ডেলের বাঁশ অপসারণ করছেন শ্রমিকেরা। তাঁরা জানান, করপোরেশনের লোকজন এসে প্যান্ডেল কেটে ফেলেছে। বাঁশের সঙ্গে থাকা দড়িও কেটে দিয়েছে। এতে প্যান্ডেল ভেঙে পড়ে। দ্রুত সেগুলো অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান নির্দেশ দিয়ে গেছেন।
জানা গেছে, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ এই সম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি করা হয়েছে ভারতের দারুল উলুম দেওয়ান বন্দ মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী ও একই দেশের আল্লামা মুফতি আফজাল কাইমুরীকে। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমসহ পীর অনুসারীরা বরেণ্য আলেম-ওলামাদের সম্মেলনে বিশেষ অতিথি করা হয়েছে। ইসলামী আন্দোলনের বরিশাল নগর নেতাদের তত্ত্বাবধানেই সম্মেলন আয়োজন করা হয়েছে।
প্যান্ডেল ভেঙে দেওয়ার বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে