Ajker Patrika

বরিশালে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
বরিশালে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাঁটাই হওয়া শ্রমিক লতিফা বেগম।

বক্তব্য দেন–ছাঁটাই হওয়া শ্রমিকদের পক্ষে তাহমিনা বেগম ও মামুন খান। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি বেল্লাল গাজী প্রমুখ।

বক্তারা জানান, ২০২০ সাল থেকে বিভিন্ন মেয়াদে সোনারগাঁও টেক্সটাইল থেকে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এই শ্রমিকদের মধ্যে অনেকেই ২০-২৫ বছর ধরে সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করেন, কিন্তু তাদের হিসাব বুঝিয়ে দেওয়া হয়নি। শ্রম আইন অনুযায়ী তাদের গ্র‍্যাচুইটি, অর্জিত ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করায় তারা ইতিমধ্যে শ্রম আদালতে মামলাও করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ